লেখক: সালমা আক্তার
শিক্ষার্থী: ফেনী সরকারি কলেজ।বিভাগ: রসায়ন (চতুর্থ বর্ষ)
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র অল্প সময় বাকি। রমজান মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র ও ফজিলত পূর্ণ মাস। সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এ পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করে আছে। রমজান মাস আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত।যা লিখে বুঝানো সম্ভব নয়। আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মোচনের জন্য বিশেষ একটি মাস এই রমজান মাস। রমজানের ফজিলত ও ফায়দা পূর্ণরূপে হাসিল করতে হলে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় সর্বপ্রথম যে ব্যবস্থাটি রাখা যায় তা হলো বিগত জীবনের গুনাহ গুলো মাফ করিয়ে নেওয়া। হাদীস শরীফে রাসুল (সা.) বারবার বলেছেন,’ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কে আছে যে রমজান মাস পেল কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে নিতে পারল না ( মিশকাত শরীফ)। রাসুল (সা.) আরো বলেছেন,’যে ব্যক্তি ইমান ও আত্মসচেতনতার সঙ্গে সিয়ামব্রত পালন করবে আল্লাহ তায়ালা তার উপর রাজি ও খুশি হয়ে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে,’প্রবাহিত বাতাস যেমন বিরতিহীন বইতে থাকে, রমজান মাস এলে রাসুল (সা.) ও অকাতরে দান খয়রাত শুরু করে দিতেন।’ সমাজে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী দান করার মানসিকতা গড়ে তুলতে হবে। ক্ষুধার্ত ও সমস্যাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে না পারলে যেকোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এরকম হাজারো বিষয় আছে যেগুলো ভালোভাবে প্রস্তুতি নিলে আশা করা যায়, মাহে রমজান আপনার আমার জীবনে ক্ষমা মাগফিরাত বয়ে আনবে।