এলো রহমতের মাস রমজান

জাবিন তাসনীম খান ।ইংরেজি বিভাগ।রাজশাহী সরকারি মহিলা কলেজ

আমরা সত্যিই বড় সৌভাগ্যবান যে আবারও একটি রমজান মাসের সুগন্ধি মাখতে যাচ্ছি। তবে আমাদের রজমান মাসের জীবনধারা কিন্তু আবার বাকি এগারো মাসের মতো না এমনকি আমাদের মানসিকতা ও রমজানের এই পবিত্র মাসে অনেকটাই পরিবর্তন ও নমনীয় হয়ে যায়। এই ফযিলত পূর্ণ মাসে চরম কৃপণ মানুষটি ও দান খয়রাতের সৌন্দর্যে মেতে উঠে। সারাদিন মিথ্যা কথা বলা মানুষটা ও আল্লাহর রোষের ভয়ে মিথ্যার পরিমাণ টা কমিয়ে দেয়।রমজান মাসের সবচেয়ে সুন্দর যে জিনিস টা চোখে পড়ে সেটা হলো এ সময় অনেক কর্মহীন ব্যক্তি কর্মের সুযোগ পায়,দুটো টাকা কামিয়ে ঈদের সময় পরিবারের সাথে একটা তৃপ্তির হাসি হাসতে পারে। কিছু ধনী অনেক কর্মহীন অসহায় পরিবারকে একটা মোটা অংকের যাকাতের টাকা দান করে যা সেই পরিবারটির সারাবছরের অনেক ভারমুক্তির উৎস। পবিত্র রমজান মাসে আমাদের জীবন যাত্রার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। চব্বিশ ঘণ্টা এটা সেটা খেতে থাকা মানুষটা ও সারাটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য পনের ঘন্টা না খেয়ে থাকে। এতো গরমে পরিবারের বড়দের দেখাদেখি অনুকরণ প্রিয় ছয় বছরের শিশুরা রোজা রাখা শুরু করে। শুরু হয় তাদের দ্বীনের পথে যাত্রা।আমরা যারা শিক্ষার্থী তাদের জীবনযাত্রার ও অনেক রদবদল হয় এই রহমতের মাসে। অনেক শিক্ষার্থীর কলেজ ভার্সিটিতে পরীক্ষা চলে হয়তো, অনেকে কষ্ট করে মেসে হোস্টেলের প্রায় অখাদ্য খাবার দ্বারা সাহরী সম্পন্ন করে কলেজে, ভার্সিটির পরীক্ষা, ক্লাস এর পাহাড় ঠেলে দিনে দুটি একটি টিউশানি করিয়ে এই দুর্মূল্যের বাজারে বিশ টাকা দিয়ে ইফতার সম্পন্ন করে ঈদের ছুটির অপেক্ষা করে। রাতে এশার নামাজের পর ঘুৃৃমাতে যাওয়ার সময় ক্যালেন্ডার দেখে আর ভাবে আর কয়টা দিন তারপর টিউশানির টাকাটা পেলে ছোটবোনের জন্য জোড়া স্যান্ডেল ,মায়ের জন্য একটা ভালো হিজাব আর বাবার জন্য একটা ভালো ফতুয়া কিনে নিয়ে বাড়িতে যাবো। এ হলো আমাদের দেশে রমজান মাসের একটু আলাদা চিত্রপট।চলুন আমরা সবাই রমজান মাসের সৌন্দর্য বজায় রাখি,বেশি করে ইবাদত করি আর অপরকে ও রমজানের সৌন্দর্য ও ফজিলত উপভোগর সুযোগ করে দেয়।

তাই, বর্তমান পরিস্থিতিতে সকল শিক্ষকের যথাযথ মূল্যায়ন এবং তাদের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া উচিত। এবং যারা এ ধরনের অন্যায় শিক্ষকদের সাথে করবে, তাদেরকে এমন শাস্তির মুখোমুখি করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ সাহস না পায়। আর কোন প্রকার ক্ষমতা, টাকার জোর, দলীয় শক্তিকে কাজে লাগিয়ে যেন এমন অপরাধ কেউ করতে না পারে, সেদিকে সরকার এবং কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *