যোদ্ধা

Tayon Roy Tonmoy

Jaldhaka Madhyomik Bidyalay, Class: 10

ওহে বজ্রকন্ঠধারী,

দিয়া আপন বজ্র হুঙ্কার,

কতোনা নারীর বাঁচিয়েছো মান

কতোনা জীর্ন প্রান।

ওহে পীড়িত জনের নেতা,

সাহস যে দিয়েছো

শক্তি জুগিয়েছো,

তাইতো প্রজন্ম বলিছে আজ

স্বাধীনতা, স্বাধীনতা,স্বাধীনতা।

ওহে মুক্তির কান্ডারী,

স্বার্থ ছাড়িয়া

স্বজন ছাড়িয়া

অমূল্য জীবন দিলে তুমি দিয়া।

ধরণী তাইতো চিনিবে তোমায় বলে,

বাঙ্গালী জাতির পিতা ।

হয়তো বাংলার না জ্বলতো প্রদীপ,

তুমি বীনা মুজিব,

শোষণ শাসনে চালিত হতো

সবুজ শ্যামল এ ব-দ্বীপ।

তাইতো স্মরণ করিবে জাতি

এক মহান নেতার কৃত্তি,

বছর পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী।

তুমি মানুষ রূপী অস্ত্র,

তুমি যুদ্ধ না করেও যোদ্ধা

রইলো হে মহান তোমার প্রতি,

লক্ষ্য কোটি শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *