সাফায়েত বিন হাবিব
Published: 1/10/2024
মাতবর-বাড়ি শিন্নির খবর পাড়ায় পাড়ায় বাজে
দলে দলে যুক্ত হয়ে আসবে, বসবে, খাবে।
দোয়ার যেনো কমতি না হয়, দেখবে সেদিকটাও,
শহর থেকে বায়না এনেছি হুজুর মুসিব ইবনে ফাও
উৎসব কী?! উৎসব কী?! -ছেলের মুখেভাত
চার জান্নাত পূরণ করে এই একটি হলো লাভ
বউটাও আজ ভুলে গিয়ে স্বামীর মুখের ছুরি
উড়ছে উল্লাসে আর আকছে চুমু ছেলের মুখে ভুরি ভুরি
বটতলার ঐ হিন্দু সাধক এসব দেখে ভাবে,
“জোয়ানকালে ছিলাম আমি পুরোহিতের পুতে;
কীভাবে যে বদল এলো, মনটা গেলো ঘুরে
তাই এখন পাখির মতো সফর হাকাঁই বটতলায় উড়ে উড়ে !”
পাশের পাড়ার বিদেশি গির্জায় ইংরেজদের ঢল
পাদ্রী ফাদার সেবাস্টিয়ান লর্ড ক্লাইভের কল
মনে তাহার বাঙালী-বিদ্বেষ দুচোখে ফুটে উঠে
রোজ রবিবার মিস্ট্রেসরা যিশুর প্রার্থনাতে ছোটে
বাদ পড়েনি বৌদ্ধ ভিক্ষুক বৈভব তার নাম
রাগ, ক্লেশ, দুখ, সবই ধ্যানে ছোটায় ঘাম
আজ নাকি তার উপস ছিলো, ঘুরতে এসে বলে,
“এ তো প্রতি হপ্তার কেচ্ছা আমার, পা টা যেনো চলে”
খবর নিলাম শিখ, জৈনের, খবর নিলাম জরাথুস্ট্রের
মিলাতে লাগলাম কর্ম আমার, হিসাবে দেখি বড় হেরফের !
ধর্ম আছে, মানুষ আছে, মনুষ্যত্ব যে ফাঁকা
কপালে লেখা নরক আছে, সব ধর্মেই আকাঁ !
আমজনতায় ধর্ম বাচেঁ, প্রসারে বাঁচে জাতক
চাইনা জন্ম নিতে আমি হয়ে ধর্মযাজক !
Author details:
Name: Shafayet Bin Habib
Email: shafayetbinhabib@gmail.com
Grade: Kushtia Government College, Kushtia. Honours (1st Year)