– মেহনাজ বিনতে মান্নান
প্রাণ দিচ্ছে ভাই বোনেরা আমার,
নিভেছে শিক্ষার বাতি,
হায়রে বাঙালি জাতি!
মেধার মূল্যায়ন চেয়ে করেছিলো
তারা ছোট্ট একটা দাবি,
বিক্ষোভে ফেটে পড়েছিলো
ঢাবি, চবি, রাবি।
গুলি, লাঠিচার্জের আঘাতে,
চারিদিকে শুনি হাহাকার,
সোনার বাংলার রত্নদের,
নতুন নাম আজ রাজাকার!