৮ ই ফাল্গুন চির নবারুণ
হয়ে রবে বাংলা ভাষীদের অন্তরে
কোন কারণেই যেন অসম্মান না করি
মাতৃভাষার দম্ভ রে।
৮-ই ফাল্গুন চির তরুণ
একটি প্রদীপের আলো,
৮-ই ফাল্গুন ধূলিস্যাৎ করে
সব অন্ধকারের কালো।
৮-ই ফাল্গুন খোলা মন
যে কাউকে করতে পারে প্রিয়জ,
৮-ই ফাল্গুন একটি জ্বলন্ত অনল
যে অনল নিভাবে, নেই এমন কোন জল।
৮-ই ফাল্গুন পারে অসম্ভবকে সম্ভব করতে
৮-ই ফাল্গুন পারে ‘না’ বলা কথা বলতে,
যে কথার মাঝে স্বপ্ন লুকিয়ে আছে
যে স্বপ্ন খুব প্রয়োজন সবার কাছে।
আমার চেতনায় তুমি
চির অম্লান হয়ে রবে হে ৮-ই ফাল্গুন,
তুমি যে আমার মায়ের ভাষায়
এক প্রশান্তিময় শুভক্ষণ।
AUTHOR
শহীদুর রহমান নাহিদ