কবিতাঃ অপেক্ষা

ফুল গুলো ফুঁটেছে সেই বসন্তে তারা ঝরে যায় মনের অজান্তে। তবু এবার আর ঝরে পড়ে না উত্তরের বাতাসে আর পাতা নড়ে না। তারা রং ছোঁয়ায়,মায়ায় জড়ায় তবু তারা ঝরে যায়,সেই কবে এবার পথ পানে ফিরে ফিরে চায় ফুলেরা কার অপেক্ষায় তবে.?

ফুল গুলো ফুঁটেছে সেই বসন্তে

তারা ঝরে যায় মনের অজান্তে।

তবু এবার আর ঝরে পড়ে না

উত্তরের বাতাসে আর পাতা নড়ে না।

তারা রং ছোঁয়ায়,মায়ায় জড়ায়

তবু তারা ঝরে যায়,সেই কবে

এবার পথ পানে ফিরে ফিরে চায়

ফুলেরা কার অপেক্ষায় তবে.?

ফুলেরা তোমারই অপেক্ষায়

সেই হাজার বছর ধরে

তুমি আসবে কোনো এক ভোরে

উত্তরের সেই পথ ধরে

সেদিন হাজার বছরের সকল ফুল

এই পথে পড়বে ঝরে।

হাজার বছরের সহস্র ফুলেরা

তোমার ই অপেক্ষায় বাঁচে

ফুলেদের সব জমা গল্প,

তোমার ই অপেক্ষায় আছে

যেদিন তুমি আসবে,

এলোকেশে হাসবে

হাজার বছরের জমা ফুল,

ঝরে পড়বে তোমার পায়ের কাছে

ফুলেরা তোমারই অপেক্ষায় বাঁচে।

AUTHOR

ইফতেখারুল ইসলাম ইমন ইকবাল

মেমোরিয়াল সরকারি কলেজ

​এইচএসসি ২০২৩

    2 views0 comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *