হিজাব আমার পরিচয়
হিজাবেই প্রকাশ হয় আমার সবিনয়,
স্রষ্টার দেওয়া বিধান মানতে করিনা কোনো দ্বিধা কিংবা ভয়।
ধর্ম আমার ইসলাম
শান্তির বার্তা বহন করে বিশ্বকে তাক লাগায়,
তবুও কেন হায়ানারা তা সহ্য করতে না পেরে নিরীহদের হাঁকায়।
পরিচয় মোদের মানুষ
সকলের শরীরে বইছে লাল রক্ত নেই কোনো বিচিত্র রং,
তবুও কেন এত হাঁকাহাঁকি ধর্মের নামে দাঙ্গা করে ধরে তারা ভং।
ওহে প্রিয় শোনো
ধর্মের বড়াই বাদ দিয়ে বলি আগে মানুষ হও,
নাম ধরা মানুষ পরিচয়ে দাঙ্গা করা মনে রেখো তুমি মানুষ নও।
AUTHOR
আসমা আকতার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম