কবিতাঃ খোকার কৌতুহল

ছোট্ট খোকা মাকে বলে মাগো আমার বল , এই যে গাছে আম ধরেছে তা কি করে হল? বল না মা নদীর ধারে এই যে এত ঘাস , কেটে দিলে আবার বাড়ে কি এর ইতিহাস? আচ্ছা তুমি এটা বল দূর আকাশের বুকে, সূর্য মামা কেমন করে পূর্ব পশ্চিম ছোটে?

ছোট্ট খোকা মাকে বলে মাগো আমার বল

, এই যে গাছে আম ধরেছে তা কি করে হল?

বল না মা নদীর ধারে এই যে এত ঘাস

কেটে দিলে আবার বাড়ে কি এর ইতিহাস?

আচ্ছা তুমি এটা বল দূর আকাশের বুকে,

সূর্য মামা কেমন করে পূর্ব পশ্চিম ছোটে?

সূর্য মামা চলে গেলে আঁধার কেন নামে,

সব আঁধারকে ছাপিয়ে আবার চাঁদ মামাটা হাঁসে?

খোকন সোনার এত প্রশ্নে মা যে অনেক খুশি,

মা বললো খোকন সোনা চল মোরা বসি।

দেখ আমার ছোট্টো ছেলে এই যে চেয়ারটি ,

এটা আমাদের ঘরে পাশের বড় আম গাছটি।

এই গাছকে মিস্ত্রি মশাই বানিয়েছেন চেয়ার,

বল খোকন আর কি বাকি কিছু আছে তোমার?

ছোট্ট খোকন বললো মাগো বুঝতে আমি পেরেছি,

সম্ভবত যাকে আমি এতদিন ধরে খুঁজেছি।

তিনি আমার রাব্বি কারিম এই পৃথিবীর মিস্ত্রি,

তার দ্বারা তৈরি সবই করেছেন আমায় সৃষ্টি।​

AUTHOR

জান্নাতুল নাঈম স্বর্ণা জয়নাল হাজারী কলেজ,ফেনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *