কবিতা: টাকার গোলাম!

দুনিয়াটা টাকার গোলাম নেই মানুষের দাম! বাদশাহ ফকির টাকার খোঁজে ঝরায় মাথার ঘাম! টাকার লিপ্সায় হানাহানি হচ্ছে মানুষ গুম!

দুনিয়াটা টাকার গোলাম

নেই মানুষের দাম!

বাদশাহ ফকির টাকার খোঁজে

ঝরায় মাথার ঘাম!

টাকার লিপ্সায় হানাহানি

হচ্ছে মানুষ গুম!

পিতাপুত্র বৈরী দ্বন্দ্বে

সংঘাতে হয় খুন!

টাকায় বাড়ায় দুর্দশাও

এবং আনে সুখ!

নাই টাকা যার কপাল

ফাটা চির জীবন দুখ !

AUTHOR

Farhan Washi

Ideal school and college

Class: 10.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *