সাদিয়া আক্তার। মমতাজ মুস্তফা আইডিয়াল স্কুল। দশম শ্রেনী
লাল হলো
শহিদ ভাইয়ের রক্ত
সবুজ হলো
প্রকৃতির প্রবল ভক্ত ।
কালো হলো
ঝড়ের দিনের মেঘ
সাদা হলো
সরল মনের বেগ ।
নীল হলো
আকাশ ছোয়া আভা
কমলা হলো
অস্ত্র যাওয়া প্রভা
হলুদ হলো
সরিষা ফুল এর মাঠ
বেগুনি হলো
মাঝরাতের ঢেউয়ের বাধঁ ।
গোলাপি হলো
লজ্জা পাওয়া মুখ
সোনালি হলো সাহসে ভরা বুক ।