মেহনাজ বিনতে মান্নান । কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। দ্বাদশ শ্রেণী
মানুষের সমাগমে পুরো বাড়ি মুখোরিত,
উৎসবের প্রয়াস, সারা বাড়ি আলোকিত।
কিছু লোক জটলা হয়ে করছে আলোচনা,
দূর থেকে ভালো করে যাচ্ছে না তেমন শোনা।
পরিচিত, অপরিচিত শত শত মানুষ দাঁড়িয়ে,
কোন কিছু একটা কেন্দ্র করে আছে তাকিয়ে।
এগিয়ে গেলাম, আমার দিকে লক্ষ্য করলো না কেহ,
তাকিয়ে দেখি, শুয়ে আছে আমার নিথর দেহ!
চমকে উঠলাম আতংকে, বাড়িয়ে দিলাম হাত,
কে যেন ধাক্কা দিলো তবুও পেলাম না আঘাত।
ঢেকে দিলো মুখখানি, শুরু হলো আহাজারি,
অবাক চোখে তাকিয়ে রইলাম, আশ্চর্য হলাম ভারি!
হঠাৎই উঁচু হলো আমার দেহ রাখা সেই বাক্সটি,
চিৎকার করে নামাতে বললাম,কেউ শুনলো না কথাটি।
সবাই পিছে হাটা দিলো, ছড়িয়ে পড়লো ধূপের ঘ্রাণ,
কল্পনা নয়, বাস্তবেও হবে একদিন এভাবেই প্রস্থান।