লুবাবা রুবাইয়াত। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম শ্রেণী
প্রতিস্রুতি তো আমরা সবাই করতে পারি
কিন্তু প্রতিস্রুতি গুলো নিভিয়ে থাকি?
খোলা আকাশ চোখ দিয়ে সবাই দেখি
কিন্তুু মনটাকে খোলা আকাশের মত বড় রাখ?
কত রঙের, কত কী আছে আকাশে
তবে মনের রং কেন ফ্যাকাশে?
জীবনের আসল অর্থ কেউ জানি না
তবে জীবনকে আল্লাহর ইবাদতে কেন কাটাইনা?
জীবনে সূর্যের আলো কে আসতে দাও,
অন্ধকারের কালো কে ভাসতে দাও।
কত কষ্ট আছে লুকিয়ে গভীরে,
তবু তুমি কেন থাকো নীরবে?
কিছু পাওয়ার জন্য কত করেছি অপেক্ষা,
কিছু পাওয়ার এতো কেন চেষ্টা,
কে জানে কী হবে শেষটা।
দেখো তাকিয়ে আছে চাঁদও,
আর তুমি আড়ালে কাদে
কত কি বলে লোক,
আর এতে ভিজে যায় তোমার চোখ জীবন তো দুঃখ দিবে,
তাই বলে তুমি দুঃখ মনে নিবে?