জান্নাতুল নাঈম স্বর্ণা । জয়নাল হাজারী কলেজ, ফেনী। হিসাববিজ্ঞান । বিবিএ সম্মান তৃতীয় বর্ষ
আমার দেশ
ফুলে ফলে শস্য শ্যামলে
ভরা এই দেশ খানি
এ দেশ মোরে করেছে আপন
সকল দেশের রানী।
তাইতো কেউ এদেশের বুকে
বসাতে চাইলে থাবা
জীবন দিয়ে রক্ষা করি
শত্রুকে করি তাড়া।
যুগে যুগে কত জাতি
আর কত সম্প্রদায়,
এই দেশকে, করেছে আপন
গণনা করা দায়।
কখোনো বংগ কখনো বাংলা
কত কি আরো নাম
মুসলিম মনিষী, দ্রাবিড়
আর মঙ্গলদের উত্থান।
জন্মিল বাঙালি নতুন নামে
হলো শঙ্কর জাতি,
ইতিহাসে তার কত নাম ডাক
ছড়ালো কত খ্যাতি।
হিন্দি, উর্দূ, ফারসি
আর হরেক রকম শব্দ,
খুব ভালোভাবে নানান শব্দ
করেছি মোরা জব্দ।
রুপালি ইলিশ ,দোয়েল, শাপলা,
সুন্দরী দেশ তোমারি উপমা
যায় কি কারো সাথে?
এই কবি মন দেখিতে তোমায়
ঘোরে সাঁঝ প্রভাতে।
কিন্তু প্রিয় বাংলা তোমার
এই যে সৌন্দর্যতা
ভেবেছ কি তুমি হে কবি মন
কার হাতে এটি আঁকা?