অনিক নাথ। সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। বিএসসি সম্মান, চতুর্থ বর্ষ
ইট পাথরের দালানগুলো হয়তো ছুঁবে আকাশ
স্বল্প আয়ের মানুষ তারা,পথের পাড়েই বাস,
তাদের মাঝে চাপা পড়ে বোবা মনের হা-হুতাশ
একই জাতের প্রাণী তারা,নেই তাদের আবাস।
উদাস চোখে রাত্রি মাঝে চেয়ে আকাশ পানে
মনের কোণে আনমনে রঙ্গিন স্বপ্ন আঁকে,
স্বপ্ন মাঝে অজানা শঙ্কা হঠাৎ আঘাত হানে
ধূলোয় মেশে রঙ্গিন স্বপ্ন অচিন পথের বাকেঁ।
অন্যের সুখ দেখে তাদের হয়না কভু দুখ
অট্টালিকার নিচে তারা মহাসুখে বাঁচে,
এক আত্মায় বাঁচে তারা,এইতো মহাসুখ
যায় না খসে তাদের চামড়া প্রখর রৌদ্রের আঁচে।
সহায় আছে স্রষ্টা তাদের,নেইকো তাদের ভয়,
কোনোকালে হবে তাদের মহাজয়।
কবিতাটি মূলত সনেটের আঙ্গিকে লেখা।তবে এটা শেক্সপীয়রীয় রীতিতে লেখা।এই রীতি সনেটকে চার ভাগে ভাগ করা হয়।যা পেত্রাকীয় রীতি থেকে আলাদা।শেক্সপীয়রীয় রীতিতে কবিতাটি ৪+৪+৪+২ ভাগে বিভক্ত।অর্থাৎ,১৪ চরণ।এই কবিতায় ভাবের অন্ত্যমিল, কখকখ:কখকখ::ঙচঙচ:ছছ।