সাকিব আহমেদ। ঢাকা কলেজিয়েট স্কুল। দশম শ্রেনী
আমার দেশের মাটি যেন
সাত আকাশের মাটি,
এই দেশের চিত্রপটে মুগ্ধ দুটি আঁখি
সাদা সাদা রঙ্গীন ফুলে
ভ্রমর যেন হাওয়ায় দোলে,দৃশ্যপরিপাটী।
চন্দ্র আলোক ভালো লাগে, পূর্ব আকাশের হাসি
এলো-মেলো বাতাস যেন মন করে উদাসী ।
কৃষক মাঝি, চাষা-চাষীবাঁচায় দেশের প্রাণ
এই দেশের মাটির সুবাস চির অফুরান ।
গাঁও গ্রামে সবুজ খামে স্বপ্ন বার মাস
দিঘির জলে পদ্ম ফুটে, ফলাই সোনার আঁশ ।
ছয়টি ঋতু সোনায় মোড়াবারটি মাস প্রেমে পরা
এই তো আমার দেশলাগে বেশ বেশ ।
কত দেশে ঘুরি ফিরি পায় না সুখের ঘ্রাণ
বারে বারে ফিরে আসি জুড়াই মন প্রাণ ।
আবার যদি কভু আসি পুনর্জন্ম হয়
এই মাটিতে আসবো ফিরে
সবুজ নীলিমায় ।
এই তো আমার ভূমি, আমার মায়ের ব্যাকুলতার ভূমি