বিশ্বাসী

মো:সাজিদ ফাতেমি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। একাদশ শ্রেণী

আজ আকাশ ছেয়েছে মেঘে,

রক্তিম সূর্য আজ নেই যে কেন জেগে?

পাখিরাও আজ নেই যে কেন ডালে?

বাতাস বইছে হয়তো কালে কালে।

আঁধার নেমেছে আজ আসমান হতে পটে,

চারদিকে কেবল রহস্য আর দূর্ঘটনা রটে।

এই ধরণীতলে আজ গুমোট অন্ধকার,

আসবে কি কেউ দেখাতে আলোর দ্বার?

হঠাৎ শব্দ,যেন পরছে বিশাল বাজ,

বিশ্বাসীদের আগমন হবেই তবে আজ।

আলোর নিশান রয়েছে তাদের হাতে,

যেন ঐ রক্তিম সূর্যের উত্থান হয়েছে অন্ধকার এই রাতে।

কে আছে?রুখবে তাদের পথ,

ছুটছে তাদের অদম্য বিজয় রথ।

মাথায় তাদের আলোকিত সেই তাজ,

অন্ধকার তবে দূরীভূত হবেই আজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *