জননী

Tayon Roy Tonmoy

Jaldhaka Madhyomik Bidyalay, Class : 10

হয়তোবা শব্দটা ক্ষুদ্র “মা”

না হয় শেষ লিখলেও রচনা !

দিলেও বর্ণনার পর বর্ণনা !

ভাবি, যদি মা স্বার্থের লাগি মিটাইতো পিপাসা ।

কতোনা শিশু মারা পড়িতো লাগিয়া তিয়াসা ।

যাইহোক, সেটা শুধু আমারি কল্পনা ।

কতজনেরি কতোনা স্নেহ রয়ে যায় মোদের পাওনা,

জননীর স্নেহের ঋন আবার শোধই করা যায়না।

তবুও দেখিতে হয় এ সমাজের বৃহৎ মূর্খতা

দিনশেষে নিজো মাতৃই হয় সন্তানের বোঝা।

স্বয়ং যে মা উপোস থেকে,

মিটায় শিশুর ক্ষুধা।

কেন সে মায়ের লাগি,

অপেক্ষা করে বৃদ্ধাশ্রমের দরজা,

সকল জননীকে জানাই শ্রদ্ধা !

সমাজে যেন না হয় তারা বোঝা।

মায়ের স্থান যেন না পায় ভার্জা

মা যেন পায় স্বৰ্গ উদ্ধ সম্মান, সর্বদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *