Tayon Roy Tonmoy
Jaldhaka Madhyomik Bidyalay, Class : 10
কারোবা থেকেও নাই,
কারো কাছে সত্য
কিছু না থাকাটাই ।
কেউবা আহার করেও অনাহারি,
কেউবা আহারের ভিখারি।
কেউবা রোদে পুরিছে মরি,
কারোবা ছায়ায় বারিছে ভুঁড়ি।
কেউবা বলিছে আরো চাই সুখ,
কেউবা দুঃখে দিয়েছে ডুব ।
কারোবা সামর্থ রাজপ্রাসাদ,
কারোবা উপার্জন পন্থাভাত।
কেউবা বলে মাটিতেই রই,
কারোবা স্বপ্ন আকাশ ছুঁই।
কেউবা আছে বিরহের বেদনে,
কেউবা নাচিছে পূর্ণতার আনন্দে।
কেউবা এখানে নতুন প্ৰজন্ম
কেউবা বলিছে কখন যাবো।
কেউবা অসুখে জরাজীর্ণ,
কেউবা সুখে থেকেও করেনা কর্ম
এইতো আমাদের ধরণীর ধর্ম ।