কেবিন নাম্বার পাঁচশত দুই

মৃত্যু আমার দুয়ারে ডেকে যায়

আমি বলি, পরে এসো এখন ব্যস্ত

মৃত্যু হেসে ফিরে যায়, ফিরে তাকায়

তোমার জীবন সূর্য গিয়েছে যে অস্ত।

জীবন থমকে দাড়ায়, মৃত্যু ঠায়

এই জীবনের ফুরায় সব হিসেব

অন্তিমকাল কাটে ঈশ্বর বন্দনায়

আমায় রোজ ডাকে ঐ মৃত্যু দেব।

যেতে হবে এবার, যেতে হয় সবার

অনেক হয়েছে বিলম্ব, এবার যাই

দু’চোখ ঘনিয়ে নামে রাতের আধার

দূর থেকে ডাকচ্ছে সময় বেশি নাই।

রাত্রি শেষে ভ্রমের রেশে শব বেশে

আধোঘুমে স্বপ্নভ্রমে অন্য জগৎ ছুঁই

যেতে হয় নিমিষে, জীবন পরিশেষে

কেবিন নাম্বার পাঁচশত দুই।

Author: ইফতেখারুল ইসলাম ইমন

ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *