Sabiha Shubnam
Narayanganj College, Class : 12
ছোটবেলা থেকে শুনে এসেছি একটি
নামবঙ্গবন্ধু তোমার উপাধি, শেখ মুজিবুর রহমান।
শৈশব থেকেই ছিলে তুমি
সহপাঠীদের প্রিয়তম
শতবর্ষে ও তুমি আছো সবার হৃদয়ে
হয়ে অনন্য অন্যতম।
ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে তুলেছ
নিজেকে করেছো বিসর্জন
আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ
মূলত একটি স্বাধীন রাষ্ট্র
এটা তো তোমারই অর্জন।
তুমি হারিয়ে জেগে আছো বাংলার বুকে
তুমি সর্বস্ব হারিয়ে রেখে গেছো মোদের সুখে
খুঁজি তোমায় যেখানে তাকাই
নাই তুমি নাই;
আমি বলি আছো তুমি মিশে
সমস্ত বাংলায়, পদ্মা, মেঘনা, যমুনায়।
ফের যদি কখনো হানাদার
ঝাঁপিয়ে পড়ে বাংলায়
আমরা কি খুঁজে পাবো তোমায়?
কিন্তু তোমার বজ্র কন্ঠের ধ্বনি স্মরণ করে
দেহের রক্ত গরম করে
পরাস্থ করব হানাদার
নিরীহ বাঙালির এক ফোটা রক্ত
ঝরাতে দেব না আর।