কবিতা: আপেক্ষিকতা

AUTHOR

Mehnaz Binte Mannan
Class 12
Kushtia Government College, Kushtia.

পৃথিবীর সবই আপেক্ষিক!
যার শুরু আছে,
কোথাও না কোথাও আছে তার শেষ;
তবুও সব ঘটনারই রয়ে যাবে
ভালো বা খারাপ মুহূর্ত,
রয়ে যাবে এক প্রখর রেশ।

এই যে কত চেনা মুখ,
সময়ের বিবর্তনে হারিয়ে যাবে একদিন সবই!
স্মৃতির পাতায় হয়ে যাবে সব,
অধরা কিছু ছবি।

থেমে যাবে পথ চলা,
মুছে যাবে সব স্মৃতি,
হিসাব সব থাকবে পড়ে,
অসমাপ্ত রবে জীবনের পরিমিতি।

প্রকৃতি চলবে আপন নিয়মে
একই থাকবে সব ধারা!
আমিই শুধু নিস্তব্ধ তখন
থাকবে না কোনো তাড়া!

সব থেমে গেলেও
কখনো থামবে না সময়
কালে কালে হতে থাকবে শুধু
অস্তিত্বের ক্ষয়!

AUTHOR

Mehnaz Binte Mannan
Class 12
Kushtia Government College, Kushtia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *