কবিতাঃ ৭১ এর স্বাধীনতা

AUTHOR
মোরশেদুর রহমান
স্নাতক ৩য় বর্ষ (অর্থনীতি বিভাগ)
​ফেনী সরকারি কলেজ, ফেনী

স্বাধীনতা , স্বাধীনাতা
তুমি শান্তির প্রতীক
বাংলার প্রিয় ভালবাসা ,
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি বাংলার স্বপ্ন সাধনা
কামনীয় দিনের আশা ।
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি বাংলার স্মরণ রেখা স্বপ্ন
মিষ্টি সুরের বাঁশি ,
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি রঞ্জিতে ঢেলে দেয়া শোভা
ব্যাথার মাঝে হাসি ।
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি দুঃসাধ্য ব্যাথা
রক্তের বিনিময়ে পাওয়া ,
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি গভীর সংগ্রাম
জীবন দিয়ে চাওয়া ।
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি ফিরে দেখা
ব্যাথাকে কর স্মরণ ,
স্বাধীনতা , স্বাধীনতা
তুমি প্রত্যাশার প্রাপ্তি
​ যন্ত্রনা কর নিবারন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *