কবিতাঃ শিশিরকনা

AUTHOR
মোরশেদুর রহমান
স্নাতক ৩য় বর্ষ (অর্থনীতি বিভাগ)
​ফেনী সরকারি কলেজ, ফেনী

পূর্ব আকাশের ভোরের আলো
ছড়িয়ে যায় ঘাসে
শিশিরকণা ঝিলমিলিয়ে তারার মতো হাসে ।
নরম ঘাসে কোমল প্রাণে
পদটি যখন রাখি,
শিশির ভেজা শীতল ছোঁয়ায় সর্বাঙ্গে যেন ভাসি ।
রাতের আঁধার ছুটি নিয়ে
গোলাপ পাপড়ি মেলে
সেই ফুলেতে শিশিরকণা মুক্তোয় জমাট বাঁধে ।
ফুলের ঘ্রাণে পাখির ডাকে
সূর্য ওঠে হেসে,
সেই হাসিতে সারাটি দিন
​ হৃদয় থাকে মেতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *