AUTHOR
লাইজু আক্তার
শিক্ষার্থী
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ
তোমাকে একটা চিঠি লিখব
যেখানে বলব,
একটি কবিতার কথা।
যার শেষ বাক্যে স্পষ্ট করে লিখে দিব
ভালোবাসি তোমায়।
পড়বে কি চিঠিখানা?
আসবে কি চিঠির নিমন্ত্রণে
একদিন বিকেল বেলা?
যেদিন কবিতার কথা বলতে গিয়ে,
আবারও বলে দিব,
ভালোবাসি তোমায়।