কবিতাঃ অশ্লীল নগরে সভ্য কুলীন

AUTHOR
হামিদা আব্বাসী
শিক্ষার্থী, এমবিএ
​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট

অশ্লীল নগরে সভ্য কুলীন সদাই করে বিরাজ,
শরীর দিয়ে শরীর খেতে তারা উস্তাদ।
শরীরের সাথে অবশ্য তারা টাকাও করে যোগ,
সভ্যতা মানে তাঁদের কাছে শরীর ভোগ।

আমাদের সমাজে সভ্য কুলীন যারা,
তারা ছোট প্যাকেটে এক ভাটি চাল দানে গর্বহারা,
সংস্কৃতি মানে তাঁদের কাছে নিচে-নিচে যোগাযোগ,
এই সেবায় খুশি হয়ে দৈন্য বলে এইতো সভ্য লোক,
আসলে তারা সভ্য নয় সবচেয়ে বেশি অসৎলোক।

অশ্লীল নগরী গড়ে উঠা তাদেঁরই অবদান,
তারা সেখানে করেছে মণি কাঞ্চন ব্রিজ ব্যবসার-
শরীর দিয়ে শরীর খায় যে বেশি সেই সেখানে নগররাজ,
অশ্লীল নগরে সভ্য কুলীন আর কত করবে বিরাজ?

যদি চাইত এখানের নগররাজ এই নগরী ধ্বংস হোক,
তাহলেই ধ্বংস হত অশ্লীলতার সকল ক্ষত মুছে যেত,
তা হবে কেন এই বেলায় যে প্রতিদ্বন্দী নাই,
বরং রক্ষা করতে চুপচাপ রেখেছে পেতে টুপ তারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *