AUTHOR
মোঃ হাসিন ইশরাক খান
একাদশ শ্রেণি
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা
ছুটির দিনে নেইতো পড়া,
নেইতো কোনো কাজ।
তাইতো কেউ ঘুরে বেড়ায়,
কেউবা করে সাজ।
কেউ কেউ তো বাগান করে,
অনেকে নাকি বইও পড়ে,
কেউবা আবার সাইকেল চড়ে,
অনেকে আবার মাছও ধরে।
যে যা ইচ্ছা করে বেড়াক,
আমার তাতে কী!
আমি শুধু খাই আর ঘুমাই,
শুয়ে বসে থাকি।