AUTHOR
AR Rahman Arat
কুহে লী উত্তরী পরি য়া
শীত যে আসি ল ধরায়।
পত্রবন্তৃ ঝরি য়া
প্রকাশি ত বক্ষৃ রাজি র নগ্নতায়।
মদৃ ুহাওয়া বইছে সখা
নতুনত্বে র আভাসে ।
জীর্ণ শীর্ণ শীতে র দে খা
প্রকৃতি র অভি বাসে ।
এমনই এক ঋতুর কালে
ফুটিল এক লাবণ্যময়ী।
জানি ত কে ক োন পালে
হইবে সে ম োর অন্তরজয়ী।
হইয়া ম োর মনঃকি ঙ্করী
আসি ল সে বনে শ্বরী।
হইয়া মক্তু দি গন্তে র মদৃ ঙ্গ
ধন্য করি ল ম োর হৃদয়াঙ্গ।
করি ল ম োর মন উদাসী
কবে কাটিবে এ হা-হুতাশী।
রুদ্র রবি র ন্যায় ছড়ায় কি রণ
মত্তিৃত্তিকায় পড়ি ল তার ক োমল চরণ।
সে যে ন এক বি জয়লক্ষ্মী
তার কণ্ঠে র প্রে মে তে পি পীলি কা থে কে কাক পক্ষী।
মখু নি ঃসৃত অমতৃ মধুর বাণী
জড়ু াই ম োর হৃদয় থালা খানি ।
আগমন তব শীতে র পুষ্পহীনে
বলি য়া, রাখি বে ম োরে শনূ্যতায়।
লও হে ম োরে বসন্ত বীনে
মাধবী কুঁড়ি র বন্দনায়।
ম োর হৃদপি ণ্ডে র ল্যাব ড্যাবে
অনভু বে তব রি ক্ততা।
ম োর স্নায়ুর নি উরন সবে
অপে ক্ষায় তব স্পর্শে র উষ্ণতা।
পুষ্প শনূ্য বলি য়া
মি লি বে না ম োর পুষ্পারতি ।
নি খি ল অখি ল ব্যাপি য়া
কাটিবে না ম োর হৃদয়ার্তি ।
এমন দি নে করি তার মাতাকে স্মরণ
বি শ্বময়ী পড়ি বে তার দপ্তৃ চরণ।
পৃথি বী লভি বে তার শ্রে ষ্ঠতা
সকলে র মাঝে পাক সে জে ষ্ঠ্যতা।
তার উন্নত শি রে পাঠিব অর্ঘ্য বি রচন
ঠাঁই দে বে ত ো ম োরে তার ঋতুর রাজন।
বি শ্বে র মাঝে সে যে এক খঞ্জনা
ম োর কথা স্মরি য়া সে হবে ত ো অঞ্জনা।
জীবন দাসীর গড়ন দে শে
বৎসর টি যে ন যমে র বে শে ।
কাটাক সে দঢ়ৃ ছন্দে
মাতব ম োরা মহানন্দে ।
জন্মতি থি র শুভক্ষণে
রইবে কি সে অভি মানে ?