অনুশোচনা

Published Date: 15/02/2025 জারিফ চৌধুরী ১.তুমুল বৃষ্টি হচ্ছে। আনিস হাইওয়ের কিনারা ধরে হাঁটছে, তার হাঁটার ভঙ্গি অনেকটা উদ্ভ্রান্ত ও আতঙ্কগ্রস্থ। কিছুক্ষণ আগেই সে একটি বুড়ো লোককে ট্রাকের সামনে ধাক্কা দিয়ে ফেলেছে। না, ভুল হলো, কাজটা সে করেনি, কাজটা করেছে তার…